× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৪:১৩ পিএম

ছবি:সংগৃহীত।

বাংলাদেশ নারী ফুটবল দল ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে। ম্যাচের শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে জয় নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

দলের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার, আর একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি।

থিম্পুর চাংলিমিথাংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ভুটান বাংলাদেশের রক্ষণে কিছুটা চাপ তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। খেলা শেষে কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, “শুকরিয়া, প্রথম ম্যাচটি ভালোভাবে জিততে পেরেছি। তবে শুরুতে কিছু ভুল হয়েছিল, যেগুলো আমাদের পরের ম্যাচগুলোতে শুধরে নিতে হবে। ”

প্রথম ম্যাচের জয় যে টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি উল্লেখ করে কোচ বলেন, “ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। আগামী ম্যাচগুলোতে ভুলগুলো কাটিয়ে আরও শক্তিশালীভাবে মাঠে নামব। ”

দলের দুই ফরোয়ার্ড আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতি ম্যাচের সেরা পারফরমার হিসেবে উজ্জ্বল ছিলেন। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও লিটু মনে করেন, আরও ভালো কিছু তারা করতে পারেন। তার ভাষায়, “আলপি আর প্রীতি দারুণ কিছু সুযোগ তৈরি করেছে, তবে কিছু ভুলও ছিল। আগামী ম্যাচগুলোতে সেই ভুলগুলো কাটিয়ে আরও উন্নত পারফরম্যান্স করবে বলে আশা করি। ”

প্রথম জয় দলকে আত্মবিশ্বাসী করলেও কোচ লিটু মনে করেন, পথ এখনও দীর্ঘ। তিনি জানান, সামনে আরও প্রস্তুতি নিয়ে তারা মাঠে নামবেন এবং দলের সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.