× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এএফসি চ্যালেঞ্জ লিগ আগামী ২৫ অক্টোবর শুরু

ক্রীড়া ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৪:২২ পিএম

ছবি:সংগৃহীত।

এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৫-এর গ্রুপ পর্ব আয়োজন করবে কিরগিস্তান, ভুটান ও কুয়েত। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একমাত্র এই ক্লাব, যারা পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।

১২ আগস্ট প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তবে একই দিন ঢাকায় অনুষ্ঠিত আরেক ম্যাচে কিরগিস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নেয় ঢাকা আবাহনী।

পশ্চিমাঞ্চল থেকে গ্রুপ পর্বে আরও জায়গা পেয়েছে কিরগিস্তানের এফসি আবদিসা আতা, কুয়েতের আল আরাবি ও ভুটানের পারো এফসি। সরাসরি খেলার সুযোগ পেয়েছে সাত ক্লাব রেগার-তাদাজ তুরসুনজোদা, আল সাঈব, আলতিন আসির, আল শাবাব, আল আনসার, সাফা এসসি ও আল কুয়েত।

গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সামনে চ্যালেঞ্জ কঠিন হলেও সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক পারফরম্যান্স আশার আলো দেখাচ্ছে। ১২ আগস্টের ঐতিহাসিক জয় দলকে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ এনে দিয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে নতুন অভিযাত্রা শুরু করবে কিংস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.