× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঠের লড়াই থেকে নির্বাচনের ময়দানে

আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই

ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম

ছবি:সংগৃহীত।

বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ জাতীয় ফুটবল দল। জাতীয় ফুটসাল দল ও প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ (বাংলা–৪৮) এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুর নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন ছাত্রসংগঠনের প্রার্থী। কিরণও আছেন তাদের কাতারে। খেলার মাঠ থেকে প্রেরণা পাওয়া এই তরুণ বললেন নির্বাচনে আসার গল্প, ভবিষ্যতের ভাবনা এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নিয়ে তার পরিকল্পনার কথা। তার সঙ্গে কথা বলেছেন মনিরুল ইসলাম।

প্রশ্ন: প্রথমেই জানতে চাই। আপনার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা এবং এখানে খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকার গল্পটা কেমন?

কিরণ: দারুণ, দুর্দান্ত এবং উপভোগ্য। শিক্ষা জীবন ও পেশাদারিত্ব জীবন যদিও আলাদা প্ল্যাটফর্ম। তবুও খেলা এই দুইটিকে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে। ক্লাসরুম আর সেন্ট্রাল ফিল্ডের জীবন সুন্দরভাবে অতিবাহিত হয়েছে।

প্রশ্ন: আপনি বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ জাতীয় ফুটবল দলে খেলেছেন। জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলেছে?

কিরণ: খেলায় যেমন হারজিত থাকে। জীবনে তেমনই থাকে। জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সম্ভাবনা অনেক সময় কাজে আসে না। জাকসু ঠিক সেই মাধ্যম। যেখানে এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে।

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে আপনার মূল প্রেরণা কী?

কিরণ: আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং দেখেছি শিক্ষার্থীরা অনেক কিছু থেকে বঞ্চিত। খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নেই। ইনডোর বা আউটডোর কার্যক্রমের ক্ষেত্রও সীমিত। একজন ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে। তাই আমি শিক্ষার্থীদের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে প্রার্থী হয়েছি।

প্রশ্ন: আপনার দৃষ্টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার অবস্থা কেমন? কোন জায়গাগুলো উন্নতির সবচেয়ে বেশি প্রয়োজন?

কিরণ: একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার জন্য যথেষ্ট অবকাঠামো থাকা উচিত। কিন্তু প্রশাসন এ দিকে খুব কম নজর দেয়। তাই এই খাতটি সবচেয়ে বেশি অবহেলিত। ‘Physical Education’ বিভাগটিও ঠিকমতো গুরুত্ব পায় না।

প্রশ্ন: নির্বাচিত হলে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করতে আপনি কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন?

কিরণ: আমি শুধু নির্বাচিত হলে কাজ করব এমন নয়। এর আগেও নানা ইভেন্ট আয়োজন ও বাস্তবায়নে আমার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছিল। এখনো আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে।

প্রশ্ন: ক্রীড়া সংগঠনে স্বচ্ছতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে আপনার পরিকল্পনা কী?

কিরণ: আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তারা তা প্রকাশ করতে পারছে না। মেয়েদের জন্য আলাদা খেলাধুলার ব্যবস্থা নেই। আর ছেলেদের সুযোগও সীমিত—মূলত ফুটবল ও ক্রিকেটেই সীমাবদ্ধ। বাস্কেটবল ও হ্যান্ডবল থাকলেও অন্য ইভেন্টগুলোতে পরিচিতি নেই। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের খেলাধুলার ইভেন্ট চালু করা জরুরি। যাতে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে।

প্রশ্ন: ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলে আপনার পদে কোনো প্রার্থী রাখা হয়নি। এই বিষয়ে আপনার মত কী?

কিরণ: জাকসু নির্বাচনে ৪টি প্যানেল আমাকে রাখেনি। তবে বিষয়টি মতামতের জায়গা নয়। বরং এটি রাজনৈতিক সহাবস্থানের অংশ। আসলে সব দিক থেকেই সবার অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবাই আমাকে ভালোবাসেন তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬টি প্যানেলের মধ্যে আপাতত ৪টি প্যানেল মনে করছেন যে আমি ক্রীড়া সম্পাদক পদে থাকতে পারি। সেই কারণেই তারা আমাকে প্রার্থী হিসেবে রেখেছেন। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

প্রশ্ন: সবশেষে, শিক্ষার্থীদের উদ্দেশে আপনার বার্তা কী হবে একজন প্রার্থী হিসেবে?

কিরণ: আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। রাতারাতি সবকিছু বদলে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে একটি নতুন দিশা। একটি ইতিবাচক পরিবর্তনের পথ আনতে চাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.