× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেমিতে মেসির খেলা নিয়ে আশাবাদী কোচ

স্পোর্টস ডেস্ক।

২৭ আগস্ট ২০২৫, ১৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

হালকা চোটে ভোগা বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সুসংবাদ দিয়েছেন ইন্টার মিয়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালে লিওনেল মেসি ও জর্ডি আলবার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।

ডান পায়ের পেশিতে চোটের কারণে টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি মেসি। একই ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আলবাকে। পুরোপুরি ফিট না থাকায় শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও ছিলেন না তারা।

তবে সুসংবাদ হলো, গত দুই দিন মেসি ও আলবা দুজনই পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ইন্টার মিয়ামির সহকারী কোচ বলেন, ‘জর্দি আর লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছে। তারা সম্পূর্ণ সেশন শেষ করেছে। ওদের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে তারা অনুশীলন করেছে এবং শেষ করতে পেরেছে, এটা ইতিবাচক দিক।

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরির বিষয় প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। আমরা তার সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.