× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিসিবি নির্বাচনের সময়সহ যে সব বিষয়ে সিলেটে বোর্ড মিটিং

স্পোর্টস ডেস্ক।

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

ছবি: সংগৃহীত।

আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী  নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে কদিন আগেই গুঞ্জন উঠে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে রাখতে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি। এমন আলোচনার পর ২৪ আগষ্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’

এমন অবস্থার মাঝেই আজ সোমবার সিলেটে বোর্ড সভা ডেকেছে বিসিবি। দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। সেইখানে আলোচ্য বিষয় হচ্ছে বিসিবির আগামী নির্বাচন নিয়ে। ধারণা করা হচ্ছে, সভা থেকেই আসতে পারে নির্বাচনের রোডম্যাপ।

বিসিবির পরিচালনা পর্ষদের এক পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, আগামী নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার সম্ভাবনা রয়েছে বৈঠকে। বিসিবির সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিনই হয়েছিল বোর্ডের প্রথম সভা। সেই ধারা অনুযায়ী চলতি কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।

১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তিনি অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন। এদিকে ধারণা করা হচ্ছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম আবারও সভাপতি পদে লড়বেন। তিনি হয়তো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে বোর্ডে প্রবেশ করবেন।

বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে নির্বাচিত হন। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

আজকের সভায় বিসিবি আসন্ন বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত হবে। এছাড়া বিপিএল দল, ভেন্যু, সময় নিয়েও নিদিষ্ট করে জানা যাবে। জুলিয়ান উডসহ মনোবিদ স্কটের বিষয়েও আসবে সিদ্ধান্ত। তবে অধিকাংশ বোর্ড পরিচালক যোগ দিবেন জুমের মাধ্যমে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.