× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসরের ঘোষণা মিচেল স্টার্কের

স্পোর্টস ডেস্ক।

০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

হুট করেই টি২০ থেকে অবসরের ঘোষণা দিলেন অজি পেস তারকা মিচেল স্টার্ক। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


জানা গেছে, আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি টেস্ট সিরিজগুলোতে নিজের ফিটনেস ধরে রাখতেও এমন সিদ্ধান্ত তার।

৩৫ বছর বয়সী মিচেল স্টার্ক এখন পর্যন্ত ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন হলুদ জার্সিতে। উইকেট শিকার করেছেন ৭৯টি। ২০২১ সালের টি২০ বিশ্বকাপ জয়ের সময় তিনি অজিদের শিবিরে ছিলেন।

স্টার্ক বলেছেন, 'আমি মূলত টেস্টকে প্রাধান্য দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার খেলা প্রতিটি টি২০ ম্যাচ উপভোগ করেছি বিশেষ করে ২০২১ সালে দুবাইতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ।'

উল্লেখ্য, ২০২৭ সালে তিন দেশ মিলে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের আসর শুরু হবে ২০২৭ সালের অক্টোবর মাসে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.