× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানা গেল বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

স্পোর্টস ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। যার জন্য বিসিবি গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। আজ (বুধবার) ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনের তফসিল। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে।

বিসিবি নির্বাচনের প্রধান কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন ঢাকা পোস্টকে আসন্ন নির্বাচনের পুরো রোডম্যাপ জানিয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ–জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল : 

২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা

২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ

২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ

২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান

২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা

২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি

২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা

২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ

৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল

৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল

এদিকে, বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.