× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুল হিসেবেই সর্বনাশ শ্রীলঙ্কার!

স্পোর্টস ডেস্ক।

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০ পিএম

ছবি: সংগৃহীত।

‘গুড টস টু উইন’-লিটন দাস এমন কথা বলতেই পারেন। দুবাইয়ে সুপার ফোরে উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কানরা ম্যাচ হারের পর বলছে, রানের হিসেবে ভুল ভেবেই তাদের সর্বনাশ হয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। শেষ ওভারের নাটকীয়তা না হলে বাংলাদেশ হেসেখেলেই জয় পেয়ে যেতো। নাটকীয়তার পরও ৪ উইকেটে জেতে টাইগাররা।

কী ভুল করেছে শ্রীলঙ্কা? লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা ম্যাচ শেষে বলেন, ‘আসলে কিছুই ভুল হয়নি, ম্যাচটা ভালোই হয়েছে। কিন্তু আমরা ১৫-২০ রান কম করেছি।’

শানাকা যোগ করেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ১৬০ রান করব, পরে ব্যাটিং করতে গিয়ে মনে হলো ১৮০ হওয়া উচিত। কিন্তু শেষ দুই ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছে, যার কারণে আমরা ১৬৮-তেই আটকে যাই।’ 

হারে শুরু করলেও এখনও ফাইনালে খেলার বিষয়ে আশাবাদী লঙ্কানরা। শানাকা বলেন, ‘আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে ভারতের ও পাকিস্তানের বিপক্ষে। যদি আমরা সেগুলো জিততে পারি এবং রানরেট ভালো থাকে, তাহলে এখনও ফাইনালে উঠার সুযোগ আছে। আমরা ইতিবাচক চিন্তা করছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.