× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবনের সবচেয়ে ‘বড় ভুল’ হাসিন জাহানকে বিয়ে করা: শামি

স্পোর্টস ডেস্ক।

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

ব্যক্তিজীবনের টালমাটাল সময় নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত-এ এসে অকপটে জানালেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার বিয়ে করা। তবে এর দায় কারও ওপর চাপাননি, বরং ভাগ্যকেই দায়ী করেছেন তিনি।

শামি বলছিলেন, ‘জীবন আমাদের অনেক কিছু শেখায়। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হলো বিয়ে করাটা। এটা স্বীকার করতে কোনও দ্বিধা নেই। তবে কাউকে দোষ দিতে চাই না। আমার ভাগ্যটাই খারাপ!’

এই ব্যর্থ সম্পর্ক তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দিয়েছিল যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। শামি বলেন, ‘নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও এসেছিল। ভাগ্যিস তেমন কিছু ঘটেনি! নাহলে তো বিশ্বকাপ খেলতে পারতাম না। ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে সেই ভুল পথে যেতে দেয়নি। তাই সবকিছু ভুলে আমি ক্রিকেটেই মনোযোগ দিয়েছি।’

ব্যক্তিগত সংকট আর মানসিক চাপে ভুগলেও শামি কখনও দেশের জার্সির মর্যাদা নিয়ে আপস করেননি। তিনি আরও যোগ করেন, ‘যখন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছিলাম, তখন ব্যক্তিজীবনের টানাপোড়েন আমাকে অন্য দিকে টেনে নিচ্ছিল। বাড়ির পরিস্থিতি সামলে দেশের হয়ে খেলা ছিল ভীষণ কঠিন। এমন পরিস্থিতি মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল। তবে একটা কথা মনে রাখতে হবে-কেউই অশান্তি চায় না। দেশের হয়ে খেলতে নেমে এসবের কোনও গুরুত্ব নেই। আমার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল, আর তখন আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।’

২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি। তবে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে সম্পর্কটি। এখনও আদালতে মামলা বিচারাধীন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে।

ব্যক্তিজীবনের অশান্তি তাকে একসময় দমিয়ে দিলেও ক্রিকেট তাকে আবার দাঁড় করিয়েছে নতুন আলোয়। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে প্রমাণ করেছেন নিজের অদম্য মানসিক শক্তি। এক দশকের বেশি সময় ধরে ভারতের হয়ে দাপটের সঙ্গে খেলা এই পেসার মাঠে যেমন সফল, জীবনের লড়াইয়েও যেন তেমনি অটল থেকে এগিয়ে চলেছেন!

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.