সুপার ফোরের প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুরস্কার মাঠেই পেয়েছিলেন সাইফ হাসান। এশিয়া কাপের ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর নায়ক তো তিনিই। ওপেনিংয়ে নেমে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে রান তাড়াটা সহজ করে দেন তিনি।
ব্যাটিংয়ের আগে ফিল্ডিংয়ে ২ ক্যাচ নেওয়ায় তাই ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন সাইফ।
এবার সেই পারফরম্যান্সের জন্য আইসিসিতে সুখবর পেয়েছেন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়ে বিশাল এক লাফ দিয়েছেন বাংলাদেশি ব্যাটার। ১৩৩ ধাপ এগিয়েছেন। এতে ৮১তম স্থানে জায়গা পেয়েছেন তিনি।
এতে করে এবারই প্রথমবার এক শ নম্বরের মধ্যে সুযোগ পেয়েছেন।
আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান-লিটন দাস-তাওহিদ হৃদয়রাও। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ রান করে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা হৃদয় ৭ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে অবশ্য র্যাংকিং ভাগাভাগি করছেন হৃদয়।
তবে তার সতীর্থ তানজিদ ৬ ধাপ পিছিয়ে ৪১তম স্থানে জায়গা পেয়েছেন। আর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে থাকা লিটন ২ ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে। এক ধাপ করে এগিয়ে ৫৬ ও ৭৪তম স্থানে আছেন জাকের আলি অনিক ও পারভেজ হোসেন ইমন।
অন্যদিকে দুর্দান্ত বোলিংয়ে আবারও দশে ফিরেছেন মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়েছেন বাঁহাতি পেসার।
৯ নম্বরে আছেন মুস্তাফিজ। দুই ধাপ করে এগিয়েছেন তার দুই সতীর্থ শেখ মেহেদী (১৭) ও তানজিম হাসান সাকিব (৪০)।
আর টি-টোয়েন্টির তিন বিভাগেই শীর্ষস্থান দখল করে আছে ভারতের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে শীর্ষে আছেন অভিষেক শর্মা। বোলিংয়ে বরুণ চক্রবর্তীর বিপরীতে অলরাউন্ডারে আছেন হার্দিক পান্ডিয়া।