জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে বল হাতে আজ ইনিংস ওপেন করেন এক ম্যাচ পর একাদশে ফেরা তাসকিন আহমেদ। ব্রেকথ্রু এনে দিতে এই পেসার সময় নেন মাত্র চার বল। চতুর্থ বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে ভালো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে ব্যকওয়াড পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৪ রান করেছেন তিনি।
পরের ওভারেই স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক জাকের। নতুন বলে আস্থা রাখেন শেখ মেহেদির ওপর। আক্রমণে এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই অফ স্পিনার। মেহেদিকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন সাইম আইয়ুব। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫ রান।