এশিয়া কাপের ফাইনাল ম্যাচ আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। এছাড়া এই এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে পাকিস্তান।
দুই ম্যাচেই জয় তুলে নিয়েচে ভারত। তবে ফাইনালে ভারতকে হারানোর নীল নকশা তৈরি আছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন।
তিনি বলেন, আমি ওদের (ক্রিকেটারদের) খেলার দিকে মন দিতে বলেছি। আমরা শুধু ক্রিকেট নিয়েই ভাবি। সেটাই আমাদের কাজ। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ, আলাদা উত্তেজনা কাজ করে। তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে। তবে আমরা ক্রিকেটের বাইরে কিছু ভাববো না।
ফাইনালে ভারতকে হারাতে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান কোচ। তিনি বলেন, আমাদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এবার আমাদের কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠে সেটা করে দেখাতে হবে।
তিনি আরও বলেন, আমরা ১৪ ও ২১ তারিখ খেলেছি। সেই দুইদিন হারতে হয়েছে। প্রথম ম্যাচে আমরা ওদের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি। দ্বিতীয় ম্যাচে আমরা অনেকক্ষণ ওদের চাপে রেখেছিলাম। কিন্তু আসল হল রোববারের ম্যাচ। আমাদের ট্রফি জেতার সুযোগ রয়েছে। সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেই ম্যাচে নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করবো।