× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

স্পোর্টস ডেস্ক।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম

ছবি: সংগৃহীত।

শারজায় ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাদের প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে জয়। ২০১৪ সালে তারা আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারালেও তখন আফগানিস্তান ছিল আইসিসির সহযোগী দল।

জয়টা একপাশে রাখলেও, দিনটি নেপালের জন্য ছিল ঐতিহাসিক।

প্রথমবার তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলল, আবার সেটিই ছিল পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের সূচনা। আর সেই মঞ্চকেই তারা আরো বিশেষ করে তুলল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সব বিভাগে হারিয়ে। পুরোপুরি দলীয় প্রচেষ্টায় জয় ছিনিয়ে আনে নেপাল— ছয় ব্যাটার মারেন অন্তত একটি করে ছয়, ছয় বোলার নেন অন্তত একটি করে উইকেট, আর ফিল্ডিং ছিল একেবারে নিখুঁত।

প্রথমে ব্যাট করে নেপাল সংগ্রহ করে ১৪৮ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক রোহিত পাওডেল, কুশল মাল্লা খেলেন ৩০ রানের ঝোড়ো ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত নাভিন বিদাইসি ৩ উইকেট নিলেও শেষদিকে হোল্ডারের এক ওভারের তিন উইকেট নেপালকে থামাতে পারেনি।

রান তাড়ায় শুরুটা ভালো করলেও নেপালের স্পিন জালে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

ফিল্ডিংয়েও দারুণ নৈপুণ্য দেখায় নেপাল, রান আউট ও ক্যাচে কেটে দেয় ক্যারিবীয়দের ভরসা।

শেষদিকে আকিল হোসেন ও ফাবিয়ান অ্যালেন লড়াই চালালেও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেননি। নির্ধারিত ওভারে ক্যারিবীয়রা থামে ১২৯ রানে। নেপাল জয় পায় ১৯ রানে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.