× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলে ফিরলেন হামজা-শমিত

স্পোর্টস ডেস্ক।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

হংকংয়ের বিপক্ষে আসন্ন আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দলে আছে বড় চমক।

অনেক আলোচনার পর অবশেষে জাতীয় দলে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন জায়ান।

দলে ফেরানো হয়েছে হামজা চৌধুরী এবং শমিত সোমকে। নেপালের বিপক্ষে সবশেষ সিরিজে ছিলেন না এই দুই ফুটবলার। আগামী ৬ অক্টোবর হামজা এবং ৭ অক্টোবর শমিত দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামও দলে রয়েছেন।

আগামী ৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকংয়ের মাঠে। ঘোষিত প্রাথমিক দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামীকাল সোমবার থেকে।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলরক্ষক : মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. আবদুল্লাহ ওমর সজীব।

মিডফিল্ডার : মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত শোম।

ফরোয়ার্ড : শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম আল আমিন, মো. শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.