× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‍্যাঙ্কিংয়ে সাইফের বড় লাফ, রিশাদের উন্নতি

স্পোর্টস ডেস্ক।

০১ অক্টোবর ২০২৫, ১৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেলেন বাংলাদেশের সাইফ হাসান ও রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে ব্যাটসম্যানদের তালিকায় বিশাল লাফ দিয়েছেন ওপেনার সাইফ এবং বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ। তবে এবারের হালনাগাদের মূল আকর্ষণ ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে, টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৫৫। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফই শীর্ষে। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে আছেন। এছাড়া তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫ ও ৪৬তম এবং জাকের আলি ৬৩তম অবস্থানে রয়েছেন।

বোলারদের তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে থাকা মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছেন।

এবারের র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় চমক ভারতের অভিষেক শর্মা। অবিশ্বাস্য এক কীর্তি গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট। যা টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ রেটিং পয়েন্টে এগিয়ে।

অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ভারতের হার্দিক পান্ডিয়ার আধিপত্যের অবসান ঘটিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। এশিয়া কাপে বল হাতে দারুণ পারফর্ম করে চার ধাপ এগিয়েছেন তিনি। পান্ডিয়া নেমে গেছেন দুই নম্বরে।

বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। এশিয়া কাপে ৭ উইকেট নিয়েও নিজের অবস্থান অক্ষত রেখেছেন তিনি। সতীর্থ কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম এবং পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে উঠে এসেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.