ওয়ানডে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে টসে হেরে গেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
পাকিস্তান দল : মুনিবা আলি, ওমাইমা সোহাইল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নেওয়াজ, রামীন শামিম, নাশরা সান্দু, ডায়ানা বেগ এবং সাদিয়া ইকবাল।
বাংলাদেশ দল : ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সোবাহানা মুস্তারি, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার এবং নিশিতা আক্তার।