× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবাই বুঝিয়েছেন, কারো কথা শোনেননি: তামিম

স্পোর্টস ডেস্ক।

০৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে রাজনীতি সক্রিয় হলেও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শানিয়ান তানিম নাভিন নিজেকে রাজনীতির বাইরের লোক বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটের জন্যই এই নির্বাচনে এসেছেন, রাজনীতির জন্য নয়।

তামিম ইকবালের এই অনুপস্থিতি নিয়ে খোলামেলা আক্ষেপ প্রকাশ করেছেন তার কাছের বন্ধু শানিয়ান তানিম। তিনি মনে করেন, দেশের ক্রিকেটের জন্য যেমন মাঠে তামিমের উপস্থিতি ছিল অপরিহার্য, তেমনি ক্রিকেট প্রশাসনেও তার অবদান হতে পারত মূল্যবান। কিন্তু সেই সুযোগ আর হলো না। 

গতকাল বিসিবিতে উপস্থিত হয়ে শানিয়ান তানিম বলেছেন, 'তামিমের না থাকাটা আমাকে ব্যক্তিগতভাবে খুব কষ্ট দিয়েছে। আমি এবং আরও অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেছি যেন শেষ পর্যন্ত নির্বাচন থেকে না সরে দাঁড়ান। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন। আমার বিশ্বাস, এটি তার ব্যক্তিগত কারণেই হয়েছে। তবুও আমি মনে করি, তামিম থাকলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।'

বিসিবি নির্বাচনকে ঘিরে তানিমের এই আক্ষেপকে নিছক ব্যক্তিগত দুঃখ নয়, বরং ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনার সঙ্গে যুক্ত একটি বিষয় হিসেবেই দেখা হচ্ছে। তিনি মনে করেন, ক্রিকেট মাঠের লড়াই আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আলাদা হলেও দুটো ক্ষেত্রেই সুষ্ঠু প্রতিযোগিতা থাকা জরুরি। খেলোয়াড়ি জীবনে জয়-পরাজয় স্পষ্ট হয় মাঠের ভেতরে। কিন্তু নির্বাচনে নানা ধরনের চাপ, প্রভাব আর অদৃশ্য জটিলতা থাকে। তারপরও তিনি আশাবাদী যে কাউন্সিলররা কোনো প্রলোভন বা চাপ ছাড়াই স্বাধীনভাবে ভোট দেবেন।

শানিয়ান তানিমের মতে, ক্রিকেট বোর্ডের নির্বাচন শুধু কয়েকজন প্রার্থীর জেতা-হারার লড়াই নয়। এটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ দিক-নির্দেশনা ঠিক করে দেয়। তিনি জোর দিয়ে বলেছেন, 'আমার লক্ষ্য কেবল নির্বাচনে জয় পাওয়া নয়। আমি চাই সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিরা উঠে আসুক। আর আমি যদি সুযোগ পাই, তাহলে ক্রিকেটকে পেশাদার কাঠামোয় এগিয়ে নিতে কাজ করবো।'

এই প্রার্থী বিশেষভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রসঙ্গে কথা বলেছেন। তার মতে, বিপিএল নিয়ে বারবার অভিযোগ উঠেছে, টুর্নামেন্টের আয়োজনে স্বচ্ছতা ও প্রফেশনালিজমের ঘাটতি স্পষ্ট। অথচ বিপিএল বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব অঙ্গনে তুলে ধরার সবচেয়ে বড় মঞ্চ হতে পারতো। তানিম প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তিনি দায়িত্ব পান তবে বিপিএলকে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে রূপ দিতে কাজ করবেন। এতে শুধু ক্রিকেটাররাই নয়, বাংলাদেশের ক্রিকেট অর্থনীতিও শক্তিশালী হবে।

তানিম আরও মনে করিয়ে দেন, ক্যাটাগরি-২ থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে নির্বাচিত হবেন ১২ জন। অর্থাৎ প্রতিযোগিতা বেশ তীব্র। তবে তিনি এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। কারণ তার মতে, বেশি প্রার্থী মানে কাউন্সিলরদের কাছে বিকল্প বেশি। আর সেখান থেকেই তারা সবচেয়ে যোগ্যদের বেছে নিতে পারবেন। এ দিকে ক্রিকেট প্রশাসনের রাজনীতি যে সহজ নয়, তা স্বীকার করেন শানিয়ান তানিমও। তিনি বলেছেন, 'ক্রিকেট মাঠে খেলা সময় প্রতিপক্ষ থাকে স্পষ্ট। কিন্তু নির্বাচনে প্রতিপক্ষের পাশাপাশি নানা ধরনের চাপ, কৌশল ও অদৃশ্য খেলা থাকে। তারপরও আমি বিশ্বাস করি, যারা সত্যিকারের ক্রিকেটপ্রেমী তারা সব সময় সঠিক জায়গায় ভোট দেবেন।'

তামিম ইকবালের প্রসঙ্গে ফিরে এসে তিনি আরও যোগ করেছেন, 'তামিম শুধু একজন প্রার্থী ছিলেন না, তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অংশ। তার অংশগ্রহণ নির্বাচনের মান আরও উঁচুতে তুলতো। আমি সত্যিই দুঃখিত যে, তাকে পাশে পেলাম না।' শানিয়ান তানিম নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি ক্রিকেটের মানুষ হিসেবে সবসময় খেলাটির পাশে থাকতে চান। তার বিশ্বাস, ক্রিকেটারদের উন্নতি, অবকাঠামো শক্তিশালী করা এবং ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করা-এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। আর সেই প্রক্রিয়ার সহযাত্রী হতে চান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.