বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সহ-সভাপতি পদে শেষ সময়ে চমক দেখা গেছে।
এই পদে নাজমূল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদ নির্বাচিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, ফারুক আহমেদের সঙ্গে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
কমিশন থেকে ঘোষণা করা হয়, সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দেন। ফলে নির্বাচনের প্রয়োজন হয়নি। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দুজন মনোনয়নপত্র জমা দেন। সেখানেও নির্বাচনের প্রয়োজন হয়নি। ক্যাটাগরি-১ থেকে সাখাওয়াত হোসেন এবং ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ।
সভাপতি পদে সম্ভাব্য বিজয়ী হিসেবে বুলবুল এবং সহ-সভাপতি পদে নাজমুল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদের উঠে আসার গুঞ্জন থাকলে শেষ পর্যন্ত ফাহিম এই পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।
পরিচালক নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোলা থেকে মনোনীত কাউন্সিলর সাখাওয়াত হোসেন।