× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামজা চৌধুরীর ভিডিও বার্তা

স্পোর্টস ডেস্ক।

০৬ অক্টোবর ২০২৫, ২১:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

ঘরের মাঠে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ সোমবার (৬ অক্টোবর) সেই ম্যাচকে সামনে রেখে দলে যোগ দিতে দেশে ফিরেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী।

এদিন সকালে ঢাকায় পৌঁছান হামজা। নিরাপদে দেশে ফেরার পর সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন তিনি।

হামজা বলেন, ‘নিরাপদে এসে গেছি। ইনশাআল্লাহ, আমরা সফল হব। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলব। ইনশাআল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’

হামজার ফেরায় স্বস্তি পেয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্টের আশায় এই মিডফিল্ডারের কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন তিনি। 

কাবরেরা বলেন, ‘আমি মনে করি, বর্তমান অবস্থানে হামজা খুব ভালো করছে। শেষ ম্যাচে সে আক্রমণভাগেও ভূমিকা রেখেছিল, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রক্ষণে তার উপস্থিতি যেমন দলের ভারসাম্য আনে, তেমনি দ্বিতীয় লাইন থেকে আক্রমণ সাজাতেও সে কার্যকর। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ দিকে সে একটি ভালো গোলের সুযোগ পেয়েছিল। ডিফেন্সিভ ও আক্রমণাত্মক—দুই ভূমিকাতেই তার সামর্থ্য আছে।’

এদিকে, হামজার সঙ্গে আরও একজন প্রবাসী ফুটবলার শমিত সোমও যোগ দেবেন দলে। তবে তিনি আগামীকাল দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে কোচিং স্টাফ।

কাবরেরা আরও বলেন, ‘হংকংয়ের বিপক্ষে আমরা সবাই থেকে ভালো পারফরম্যান্স আশা করছি। ঘরের মাঠে জয়ের জন্য এবং পরবর্তী পর্বে ওঠার দাবিদার হতে এটা আমাদের জন্য বড় সুযোগ। হামজা ও শমিত—দুজনের কাছ থেকেই আমরা ইতিবাচক প্রভাব আশা করছি। হামজা তিনটি ট্রেনিং সেশন পাবে, কিন্তু শমিতের জন্য বিষয়টা একটু কঠিন হবে, কারণ সে পরশু সন্ধ্যায় আসবে। তখন আমরা তার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.