× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেইমারের ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা কতটা?

স্পোর্টস ডেস্ক।

০৭ অক্টোবর ২০২৫, ১৪:২০ পিএম । আপডেটঃ ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

ব্যালন ডি’অরের ঝলমলে আলোয় যখন প্যারিসে উল্লাসে মেতেছেন উসমান দেম্বেলে, তখন পৃথিবীর অন্য প্রান্তে এক নিঃশব্দ রাত কাটাচ্ছিলেন নেইমার। ইনজুরির যন্ত্রণায় বিছানায় শুয়ে, হাতে কেবল পোকারের কার্ড— স্বপ্নের ট্রফিটা এবারও ছুঁতে পারলেন না তিনি। দেম্বেলের হাতে উঠল সেই ব্যালন ডি’অর, যা সারাজীবন নিজের নামেই দেখতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান জাদুকর। সময় যেন সত্যিই ফুরিয়ে আসছে নেইমারের জন্য— মাঠের লড়াই ছেড়ে এখন লড়ছেন কেবল সময় আর শরীরের সঙ্গে।

উদ্দেশ্য ছিল নিজের ছন্দ ফিরে পাওয়া, খেলার প্রতি আগ্রহ জাগানো—যা হারিয়ে গিয়েছিল আল হিলালে ব্যর্থ অধ্যায়ের পর। কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। প্রত্যাবর্তনের পর থেকেই অতি পরিচিত সেই ইনজুরির ছোবলে জর্জরিত নেইমার—এই মৌসুমে সান্তোসের ৪৭ শতাংশ ম্যাচেই তিনি অনুপস্থিত। আর যখন খেলেছেন, তখনও তিনি আর আগের মতো ভয়ঙ্কর নন।

সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে নিচের সারির ক্লাবগুলোর বিপক্ষে করা কয়েকটি গোল ও অ্যাসিস্টই তার একমাত্র উজ্জ্বলতা। ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য তিনি এখন যেন অতীতের ছায়া মাত্র। এতেই অনিশ্চিত হয়ে পড়ে নেইমারের ২০২৬ বিশ্বকাপ। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি গত বুধবার ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের দল। তাতে নেই নেইমারের নাম।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ২–০ গোলে হার ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকে আর ব্রাজিলের জার্সিতে দেখা মেলেনি ‘রাজপুত্র’ নেইমারের। 

আনচেলত্তি অবশ্য এখনো আশাবাদী, ‘তার লক্ষ্য হওয়া উচিত আগামী জুনে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকা। অক্টোবর বা মার্চে দলে থাকা ততটা গুরুত্বপূর্ণ নয়।’

কিন্তু নেইমারের নিজের বক্তব্য ছিল অন্যরকম। ব্রাজিলিয়ান এই সুপারস্টার বলেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ফিটনেস নয় বরং টেকনিক্যাল।’ এই পরস্পরবিরোধী বক্তব্য আরও বাড়িয়ে দিয়েছে বিতর্ক।

এদিকে ব্রাজিলের কিংবদন্তি অধিনায়ক কাফুর বলেন, ‘যদি নেইমারের মতো একজন খেলোয়াড় টেকনিক্যাল কারণে বাদ পড়ে, তাহলে বোঝাই যাচ্ছে কিছু একটা ঠিক নেই।’

তিনি আরো বলেন, ‘১৫ বছর ধরে নেইমার একাই ব্রাজিলের আশা-ভরসা ছিল। কিন্তু এখন তিনি তিন ম্যাচ একসঙ্গে খেলতেও হিমশিম খান।’

গবেষণা সংস্থা ডাটা ফোলহার জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ব্রাজিলিয়ান চায় নেইমারকে আবার দলে দেখতে, ৪১ শতাংশ তা চান না। সান্তোসে ফিরে আসার পর মাঠের পারফরম্যান্সের চেয়ে নিজের আচরণের কারণে থেকেছেন আলোচনায়। দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডা, হারের পর কান্না, সাংবাদিকদের প্রশ্নে বিরক্তি—সবই যেন তার চারপাশে তৈরি করেছে অনিশ্চয়তার ঘন মেঘ।

তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়রও বিতর্কে ঘি ঢেলেছেন, ‘সান্তোসে ফিরে আসা ছিল কেবল পুনরুদ্ধারের জন্য, পাঁচ মাসের পরিকল্পনা।’ এই মন্তব্যে ক্ষুব্ধ সমর্থকরা প্রশ্ন তুলেছেন, নেইমারের মনোযোগ আসলেই ফুটবলে আছে তো?

তবু আশা ছাড়ছেন না সবাই। কিংবদন্তি রোনালদো ‘ফেনোমেনন’ মনে করেন, নেইমার এখনও ব্রাজিলের জন্য অপরিহার্য। তিনি বলেন, ‘যারা বলে নেইমার নিজের যত্ন নিচ্ছেন না, তারা বুঝতে পারে না ইনজুরি থেকে ফিরে আসা কতটা কঠিন। আমি নিজে জানি, বিশ্বাস করুন—ও সঠিক পথে আছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.