× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক।

০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম

ছবি: সংগৃহীত।

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারদের কাতারে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বুধবার ব্লুমবার্গ জানিয়েছে, ৪০ বছর বয়সী এই ক্রীড়াবিদের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর তাকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংস্থাটি জানায়, সৌদি আরবের ক্লাব আল-নাসর-এর সঙ্গে একটি নতুন দুই বছরের চুক্তি করার পর রোনালদোর সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। এই চুক্তির মূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বলে জানা গেছে।

নিজের ক্যারিয়ারে রোনালদো ইউরোপের সেরা কিছু ক্লাবে খেলেছেন, যার মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ। তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচবার এবং জিতেছেন আরও অসংখ্য শিরোপা। এছাড়া তিনি বিশ্বের সেরা ফুটবলারের জন্য বরাদ্দ ব্যালন ডি’অর পুরস্কারও জিতেছেন পাঁচবার।

২০২৩ সালে রোনালদোর হঠাৎ করে আল-নাসরে যোগ দেওয়ার সিদ্ধান্ত তাকে বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করতে সাহায্য করে এবং এভাবে তিনি আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকেও উপার্জনের দিক থেকে ছাড়িয়ে যান।

শুধু ফুটবল খেলা থেকেই নয়, ‘সিআর৭’ নামে পরিচিত রোনালদো বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন নিইক (Nike) এবং আরমানির (Armani) মতো ব্র্যান্ডের সঙ্গে লাভজনক এন্ডোর্সমেন্ট চুক্তির মাধ্যমে। ব্লুমবার্গ জানিয়েছে, তার একটি বিশাল রিয়েল এস্টেট (সম্পত্তি) পোর্টফোলিওও রয়েছে।

গত আগস্টের শেষ দিকে ফোর্বস জানায়, অবসরপ্রাপ্ত সুইস টেনিস তারকা রজার ফেদেরার ইতিহাসের সপ্তম অ্যাথলেট হিসেবে বিলিয়ন ডলার আয় করেছেন। তিনি যুক্ত হয়েছেন মাইকেল জর্ডান, লেব্রন জেমস, টাইগার উডস, ফ্লয়েড মেওয়েদারসহ আরও অনেক ক্রীড়াবিদের সঙ্গে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.