× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোবাইলে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক।

১১ অক্টোবর ২০২৫, ১৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

আজ সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই বাংলাদেশের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা ৩টি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশাবাদী তিনি।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের ওপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

এদিকে বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপমেডের মাধ্যমে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.