জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ নিগার সুলতানা জ্যোতিদের সামনে। ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের খেলা।
নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। হাইব্রিড মডেলের টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। ইংলিশ মেয়েদের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা। ওপরের সারির ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পা রাখতে পারেননি। পরের দিকে তিন ব্যাটার দুই অঙ্কে পা রাখলে ৩৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান পর্যন্ত যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ফাহিমা খাতুন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ম্যাচ শেষে জ্যোতি বলছিলেন, ‘অবশ্যই , এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটি পারেনি। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। আশা করি পরের ম্যাচেও ভালো করবে বোলাররা। পাশাপাশি ব্যাটারদেরও ভালো করতে হবে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকি ১৮টি ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ওই সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।