× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক।

১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

২০০৭ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ছয়বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা। সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবারা। ম্যাচের একমাত্র গোলটি করেন মাতেও সিলভেট্টি। এর আগে, ২০২২ বিশ্বকাপে ফাইনাল খেলে আর্জেন্টিনা জাতীয় দল।

চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে যুব দলের মধ্যকার অনুষ্ঠিত এ ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ, বল দখল ও শট—সব ক্ষেত্রেই প্রায় সমানে লড়েছে দুই দল। কলম্বিয়া বল দখলে এগিয়ে ছিল ৫৪ শতাংশ নিয়ে এবং ১৩ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্জেন্টিনার ১৪ শটের ৫টিই লক্ষ্যে যায়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এটি চলতি আসরে তার চতুর্থ গোল। এরপর ৭৯ মিনিটে কলম্বিয়ার জন এনটারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় পায় আর্জেন্টিনা।

১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০০৭ সালে কানাডায় অনুষ্ঠিত টুর্নামেন্টে কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরোদের নিয়ে শেষবার শিরোপা জিতেছিল তারা। এরপরের সাত আসরে একবারই কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছিল দেশটি।

অন্য সেমিফাইনালে মরক্কো টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় ছিল দুই দল। আত্মঘাতি গোলে ৩২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ফ্রান্সের লিসান্দ্রো ওলমেটা, পরে ৫৯ মিনিটে লুকাস মিচেল গোল করে সমতা ফেরান। টাইব্রেকারে জয় পেয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো।

২০২২ কাতার বিশ্বকাপে সিনিয়র দলের ঐতিহাসিক সাফল্যের পর মরক্কোর এই অর্জন বিশ্বফুটবলে তাদের উত্থানের ধারাবাহিকতা প্রমাণ করছে। আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও আর্জেন্টিনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.