আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ বাংলাদেশ ক্রিকেটের জন্য এক লজ্জাজনক অধ্যায়। ব্যাটিং থেকে নেতৃত্ব সব জায়গায় চোখে পড়ছে দায়িত্বজ্ঞানহীনতা, খামখেয়ালিপনা ও নিজেদের মর্জিমতো খেলার প্রবণতা। ক্রিকেট যেন আর দলীয় খেলা নয়। বরং ব্যক্তিগত পরীক্ষার মাঠে পরিণত হয়েছে!
ব্যাটসম্যানদের হাস্যকর শটস। পরিকল্পনাহীন ব্যাটিং ও যাচ্ছেতাই পারফরম্যান্সে দল প্রতি ম্যাচেই ভেঙে পড়ছে। ওপেনাররা টিকতে পারছেন না। মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কেউ পরিস্থিতি বুঝে খেলতে জানেন না। কারো মধ্যে নেই লড়াইয়ের মনোভাব। আফগান স্পিনার রশিদ খানকে দেখলেই যেন ভয় পেয়ে যাচ্ছে পুরো ব্যাটিং লাইনআপ!
অধিনায়ক মেহেদি মিরাজের নেতৃত্বে নেই দৃঢ়তা, পারফরম্যান্সেও নেই আলো। বোর্ড, কোচিং স্টাফ ও নির্বাচকদের মধ্যে সমন্বয়হীনতা দলকে আরও দুর্বল করে তুলেছে। কোটি টাকার কোচদের পরামর্শও মাঠে ফল দিচ্ছে না। শেষ ১২ ওয়ানডের ১১টিতে হার। এটাই বাস্তব চিত্র।
বাংলাদেশ এখন এমন অবস্থায়। যেখানে ৫০ ওভার টিকে থাকা-ই সাফল্য বলে গণ্য হচ্ছে। এই অবস্থা বদলাতে হলে চাই কঠোর জবাবদিহিতা। কাঠামোগত পরিবর্তন ও আত্মসমালোচনার সাহস। নয়তো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নাম কেবলই থাকবে। একটি অংশগ্রহণকারী দলের তালিকায়, সেখানেই শেষ।