× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে কবে এশিয়া কাপের ট্রফি ফেরত দেবেন, জানালেন নকভি

স্পোর্টস ডেস্ক।

২২ অক্টোবর ২০২৫, ১৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ শেষ হয়েছে একমাস হলো। অথচ এখনও ট্রফি বুঝে পায়নি চ্যাম্পিয়ন দল ভারত। ট্রফি না পেয়ে ফাইনালের দিন থেকেই আকুতি মিনতি করে রছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি জানিয়েছেন; নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ ২০২৫ ট্রফি ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে।

এসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআিই) এই বিষয়ে অবহিত করেছে। ১০ নভেম্বর ট্রফি প্রদান অনুষ্ঠানের তারিখ প্রস্তাব করেছেন। এর আগে বিসিসিআই মহসিন নকভির কাছে চিঠি পাঠিয়ে ট্রফি ফেরত চায়। তার জবাবে নভেম্বরে অনুষ্ঠান করে ট্রফি ফেরত দেওয়ার আশ্বাস দেন। 

মহসিন নকভি জানিয়েছেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতীয় বোর্ডকে ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।’

প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.