× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের আরেকটি পদক

স্পোর্টস ডেস্ক।

২৩ অক্টোবর ২০২৫, ১৫:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে বালিকাদের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দলও ব্রোঞ্জ পদক জিতেছে। যুব এশিয়ান গেমসের বিগত দুই আসরে বাংলাদেশের কোনো পদক ছিল না। এবার তৃতীয় আসরে দুটি ব্রোঞ্জ পদক বাংলাদেশের। দু’টিই এলো কাবাডি থেকে।

গতকাল পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের বালক বিভাগেও ব্রোঞ্জ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

আজ (বৃহস্পতিবার) স্বাগতিক বাহরাইনকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের। ঈসা স্পোর্টস সিটিতে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে।

এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েই দেশে ফিরতে হবে কাবাডি দলকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.