× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবার ছকে নোশিনের হ্যাটট্রিক জয়গাঁথা

মনিরুল ইসলাম

০২ নভেম্বর ২০২৫, ১৭:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী নোশিন আনজুম টানা তিনবার জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়ে গড়েছেন এক অনন্য নজির। ২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। ২০২২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন। চলতি বছরের আসরে শুক্রবার (৩১ অক্টোবর) শেষ রাউন্ডে মাত্র ছয় চালে ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র করে নিশ্চিত করেন নিজের কাঙ্ক্ষিত শিরোপা। ১১ রাউন্ডে ৭ জয়। ৩ ড্র ও ১ পরাজয়ে মোট ৮.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন নোশিন। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সারাবেলা-র সঙ্গে কথা বলেছেন নোশিন জানিয়েছেন নিজের অনুভূতি, চ্যালেঞ্জ, পরিবার থেকে পাওয়া সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তার সাক্ষাৎকার নিয়েছেন মনিরুল ইসলাম

সংবাদ সারাবেলা:টানা তৃতীয়বার জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন?

নোশিন আনজুম: আলহামদুলিল্লাহ! খুব ভালো লাগছে। যেহেতু আগামী বছর দাবা অলিম্পিয়াড আছে। এবারের ৪৩তম জাতীয় দাবায় সেরা পাঁচে থাকার সুবাদে অলিম্পিয়াডে খেলা নিশ্চিত হয়েছে। এটা আমার জন্য দারুণ আনন্দের বিষয়।

সংবাদ সারাবেলা: শেষ রাউন্ডে মাত্র ছয় চালেই ড্র করে শিরোপা নিশ্চিত করলেন। এটা কি আগেই পরিকল্পনা ছিল?

নোশিন: জি, আগে থেকেই টার্গেট ছিল এটা।

সংবাদ সারাবেলা: প্রতিযোগিতায় কোন ম্যাচটিকে সবচেয়ে কঠিন মনে হয়েছে?

নোশিন: সবচেয়ে কঠিন ছিল দশম রাউন্ডের ম্যাচটা। কারণ সেটা জিতলেই আমি তখনই চ্যাম্পিয়ন হয়ে যেতাম।

সংবাদ সারাবেলা: কুমিল্লার নুশরাত জাহান আলোর কাছে হেরে কীভাবে ঘুরে দাঁড়ালেন পরের ম্যাচগুলোতে?

নোশিন: যেহেতু এটা রাউন্ড রবিন টুর্নামেন্ট ছিল। কিছু পয়েন্ট লস হওয়াটা স্বাভাবিক। আম্মু আগেই বলেছিলেন, “পয়েন্ট লস হলে মন খারাপ করবা  না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবা।” সেই কথাই মাথায় রেখেছিলাম।

সংবাদ সারাবেলা: রানী হামিদের পর টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব। এটা আপনার কাছে কতটা গর্বের?

নোশিন: আমি যে কিংবদন্তি রানী হামিদ ম্যামের পাশে নাম লেখাতে পেরেছি। এটা আগে জানতাম না। প্রথম আলোর এক ক্রীড়া সাংবাদিক ভাইয়ের কাছ থেকে জেনেছি। সত্যি বলতে, এই রকম কৃতিত্ব অনেক অভিজ্ঞ দাবাড়ুরও নেই। আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। এইজন্য ভীষণ ভালো লাগছে।

সংবাদ সারাবেলা: পড়াশোনা ও দাবা একসাথে চালানো কতটা কঠিন?

নোশিন: সত্যিই কঠিন। কারণ অনেক সময় পরীক্ষা আর টুর্নামেন্ট একসাথে পড়ে যায়। তখন একটা বিষয় স্যাক্রিফাইস করতে হয়। যেমন এবার জাতীয় মহিলা দাবার সময় আমার মিডটার্ম ছিল। তাই দুটি পরীক্ষা মিস হয়েছে। ওগুলো রিটেক দিতে হবে। যখন টুর্নামেন্ট খেলি। তখন পুরো মনোযোগ দাবায় রাখি। আর পড়ার সময় পড়ায় ফোকাস করি।

সংবাদ সারাবেলা: পরিবার থেকে কীভাবে সহযোগিতা ও উৎসাহ পান?

নোশিন: পরিবার সবসময় আমার পাশে থাকে। মা আর ভাইয়া বিশেষভাবে আমাকে মোটিভেট করে। তাদের সহযোগিতা আর সাহসেই এতদূর আসতে পেরেছি।

সংবাদ সারাবেলা:বর্তমানে আপনার রেটিং ১৯৯৯-পরবর্তী লক্ষ্য কী?

নোশিন: মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে এখনো আরেকটি নর্ম ও ২২০০ রেটিং প্রয়োজন। তাই লক্ষ্য ২২০০ রেটিং অর্জন করা। ইনশাআল্লাহ, দ্রুত সেই পর্যায়ে যেতে চাই।

সংবাদ সারাবেলা:আসন্ন দাবা অলিম্পিয়াডের প্রস্তুতি কেমন চলছে?

নোশিন: এখনো শুরু করিনি। সামনে পরীক্ষা আছে। সেটা শেষ হলে পুরোদমে প্রস্তুতি শুরু করব।

সংবাদ সারাবেলা: বাংলাদেশের তরুণী দাবাড়ুদের জন্য আপনার বার্তা কী হবে?

নোশিন: তরুণীদের বলব ফলাফল বা রেটিং নিয়ে চিন্তা না করে মনোযোগ দিয়ে খেলতে হবে। খেলাটাকে যদি প্যাশন হিসেবে নেওয়া যায়। ভালো ফল আসবেই। আর সবচেয়ে জরুরি হলো নিয়মিত অনুশীলন। এর কোনো বিকল্প নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.