× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনার দল থেকে বাদ পড়তে পারেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক।

০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলের বাইরে রাখা হচ্ছে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে। 

যদিও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা তাদের এই প্রীতি ম্যাচটি খেলবে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মার্টিনেজকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্তটি কোচ লিওনেল স্ক্যালোনিরই, যিনি নাকি বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে জানিয়ে দিয়েছেন যে তিনি এই ফিফা উইন্ডোতে থাকছেন না। 

স্ক্যালোনির উদ্দেশ্য হলো তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। যেহেতু এটি নিশ্চিত যে ২০২৬ ফিফা বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা দলের এক নম্বর পছন্দের গোলরক্ষক থাকবেন, তাই এখন তাকে বিশ্রাম দেওয়াটাই বেশি কার্যকর মনে করছেন স্ক্যালোনি। 

মার্টিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে কে শুরুর একাদশে খেলবেন, সেই তালিকায় রয়েছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ, অলিম্পিক ডি মার্সেইর জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফ্যাকুন্ডো ক্যাম্বেসেস। এখন দেখার বিষয়, স্ক্যালোনি এদের মাঝে কাউকে বেছে নেন নাকি অন্য কোনো তরুণ গোলকিপারকে সুযোগ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.