ভারত ও নেপাল ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ভুগছেন চোটে। দুজনকেই আগামী ম্যাচগুলোতে পুরোপুরি ফিট না পাওয়ার সম্ভাবনা বেশি। তাই তাদের বদলি হিসেবে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ও মুর্শেদ আলীকে ক্যাম্পে ডাকা হয়েছে।
গত জুনে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান কিউবা। কিন্তু সিঙ্গাপুর ও হংকং ম্যাচে জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাননি তিনি। ভারতের বিপক্ষে প্রাথমিক দলে শুরুতে তাকে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন কোচ। কিন্তু ইব্রাহিমের চোট খুলে দিল কিউবার কপাল। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের সামনে এখন চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার সুযোগ।
কিউবার পাশাপাশি মুর্শেদও ডাক পেয়েছেন। মুর্শেদ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় ফুটবল দল রোববার (৯ নভেম্বর) বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫-৮ নভেম্বর জাতীয় ফুটবল দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ হেড কোচ ক্যাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন রেখেছেন।