বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিলেট টাইটান্স। নিলামের আগেই দেশি-বিদেশি একাধিক ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেটিকে কাজে লাগিয়ে সিলেটও নিজেদের শক্তি বাড়াতে দলে ভেড়াচ্ছে তারকা ক্রিকেটারদের।
এবার সিলেট বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও। আইপিএল, টি-টেন, পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বেশ কার্যকর এই লঙ্কান ব্যাটার।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচ খেলে ১৩১ স্ট্রাইক রেটে করেছেন ২১৯৮ রান। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৮৩ ইনিংসে ১৩৭ স্ট্রাইক রেটে মেন্ডিসের রান পাঁচ হাজারেরও বেশি। ৩০ বছর বয়সী এই ব্যাটারকে এর আগে বিপিএলে দেখা যায়নি। ফলে, প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে মেন্ডিসকে।
এদিকে, বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকেও নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই। ৩৪৮ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন ৪০৯ উইকেট। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি। এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।