× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনা দল থেকে বাদ তিন তারকা ফুটবলার, জানা গেল কারণ

স্পোর্টস ডেস্ক।

১১ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে থাকা আর্জেন্টিনার তিন ফুটবলারের খেলা হচ্ছে না সেই ম্যাচ। শুক্রবারের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন হুলিয়ান আলভারেস, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে। তিনজনই হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দল থেকে বাদ পড়েছেন। ক্লাব ফুটবলে তারা আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা যথাসময়ে টিকা নেননি। আর এ কারণে মেসিদের সঙ্গী হয়ে অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাচ্ছেন না তারা।

জানা গেছে, প্রায় এক দশক আগে ঘটে যাওয়া মারাত্মক রোগ প্রাদুর্ভাবের পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যাঙ্গোলার স্বাস্থ্য কর্তৃপক্ষ কঠোরভাবে এই নিয়ম বাস্তবায়ন করছে।

২০১৫-১৬ সালের মহামারিতে ১,১০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিল এবং ১৬৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই দেশটি সকল আগত যাত্রীর জন্য স্থায়ী টিকা যাচাই প্রক্রিয়া চালু করেছে।

এদিকে, আ্যঙ্গোলা ম্যাচ খেলতে পারবেন না এনজো ফার্নান্দেজও। চেলসির এই মিডফিল্ডার অবশ্য টিকা না নেওয়ার কারণে নয়, ডান হাঁটুতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন। এই চারজনের পরিবর্তে দুজনকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তারা হচ্ছেন-কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। কেভিন প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.