× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাশেজের আগে ইংল্যান্ড দলে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক।

১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

অ্যাশেজের আগমুহূর্তে দলে নতুন করে ইনজুরি আতঙ্ক ইংল্যান্ড শিবিরে। পেসার মার্ক উড বাম হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন ইংল্যান্ড লায়নসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে।

পার্থের লিলাক হিলে বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে ফেব্রুয়ারির হাঁটুর ইনজুরির পর এই প্রথম মাঠে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী উড। দ্বিতীয় সেশনের মাঝপথে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে হয় তাকে।

দলের চিকিৎসক দল জানিয়েছে, শুক্রবার স্ক্যান করানো হবে তার। সবকিছু ঠিক থাকলে শনিবার, তৃতীয় ও শেষ দিনে আবার বল হাতে নামতে পারেন এই পেসার।

উডের ইনজুরি ইংল্যান্ড দলের জন্য বড় উদ্বেগের কারণ। ইনজুরির কারণে গত আগস্টে শেষ টেস্ট খেলার পর থেকে তিনি আর টেস্ট দলে ছিলেন না।

এরপর কনুই ও হাঁটুর সমস্যায় একাধিকবার মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া হাঁটুর ইনজুরির পর তার অস্ত্রোপচারও হয়। এবার হ্যামস্ট্রিংয়ের সমস্যা দেখা দিয়েছে সেই একই পায়ে।
এদিন অধিনায়ক বেন স্টোকসও দীর্ঘ বিরতির পর ফিরেছেন বোলিংয়ে।

ভারতের বিপক্ষে শেষ টেস্টে কাঁধের ইনজুরির কারণে খেলতে না পারা স্টোকস এদিন প্রথম দুই সেশনে চারটি উইকেট নিয়েছেন।
অন্যদিকে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলেও রয়েছে ইনজুরির খবর। অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলবেন না। তবে আরেক পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ের ইনজুরি আতঙ্ক কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.