× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক।

১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ছবি: সংগৃহীত।

ফুটবল মাঠে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বকাপ জয়ের পর থেকেই ছন্দে রয়েছে তারা। সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়নও দলটি। তাদের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনার যুবারা। তবে মেক্সিকোর কাছে হেরে চলমান যুব বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে আর্জেন্টাইন যুবাদের।

কাতার বিশ্বকাপে নাটকীয়ভাবে শেষ হলো আর্জেন্টিনার যাত্রা। নির্ধারিত সময়ের খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আলবিসেলেস্তেদের।

গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় তুলে নেয় তারা। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজিকে ৭-০ ব্যবধানে উড়িতে নকআউটে পর্বে পা রাখে তারা। তবে সেখানেই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার যুবাদের।

অন্যদিকে, গ্রুপ–এফ থেকে শেষ ষোলোতে উঠে আসে মেক্সিকো। তিন পয়েন্ট নিয়ে সমান অবস্থানে ছিল সৌদি আরবও। তবে ফেয়ার প্লে তালিকায় এগিয়ে থাকায় পর্যায়ক্রমিক সুবিধায় নকআউটে জায়গা করে নেয় মেক্সিকানরা। এই তিন পয়েন্ট আসে আইভরি কোস্টের বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয়ে; দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে হারের মুখ দেখেছিল তারা।

নকআউট পর্বের ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনার ব্যর্থতাই নির্ধারণ করে দেয় ভাগ্য। ম্যাচ জুড়ে লড়াই করেও শেষ আটের বাইরে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করল মেসির উত্তরসূরিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.