আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ চালকের আসনে আছে। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই চাপের মুখে রেখেছে সফরকারীদের। তবে এবার এক রেকর্ডও গড়ে ফেলেছে বাংলাদেশ। এমন রেকর্ড যা এর আগে টেস্ট ইতিহাসই দেখেছে মোটে ২ বার।
বাংলাদেশ এই টেস্টের শুরু থেকেই দারুণ ব্যাটিং করছে। শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯৫ রানে শুরুর ৩ ব্যাটারকে খুইয়ে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ।
তবে মুশফিকুর রহিমের ব্যাটে সে চাপ থেকে মুক্ত হয় দল। তার সঙ্গী ছিলেন তখন মুমিনুল হক। তার সঙ্গে চতুর্থ উইকেটে বাংলাদেশ তোলে ১০৭ রান। দলীয় ২০২ রানে মুমিনুলের বিদায়ে ভাঙে এই জুটি, মুমিনুল বিদায় নেন ৬৩ রান করে।
এরপর মুশফিক জুটি বাধেন লিটনের সঙ্গে। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ১০৮ রান। সকালের নড়বড়ে সময়টা খুব সহজেই পার করে দেন দুজনে। ১০৬ রান করে মুশফিকের বিদায়ে এই জুটি শেষ হয়।
এখান থেকে ব্যাটনটা হাতে নেন লিটন দাস। তিনি মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে তোলেন ১২৩ রান। আর তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।
ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার বিরল নজির টেস্ট ক্রিকেটে এর আগে দেখা গিয়েছিল ২ বার। ১৯৭৯ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বারের মতো এই কীর্তি গড়েছিল। ২০২৩ সালে এই কীর্তি শ্রীলঙ্কার বিপক্ষে গড়েছিল পাকিস্তান। এরপর বাংলাদেশ নাম লেখাল এই রেকর্ডের পাতায়।
এক ইনিংসে তিনটি সেঞ্চুরি জুটি বাংলাদেশও খুব একটা দেখে না। নিজেদের ইতিহাসে এই পর্যন্ত এই কীর্তি ২ বারই দেখাতে পেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করার ম্যাচে প্রথম, এরপর সে বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে তিন সেঞ্চুরি জুটি দেখেছিল দল। এর ১২ বছর পর আবারও সেই কীর্তি গড়ল বাংলাদেশ।