এশিয়ান কাপ ফুটবলে নিয়ম রক্ষার বাংলাদেশ-ভারত ম্যাচে অধিক মুনাফা হয়েছে। লাভের মুখ দেখছে বাফুফে। কিন্তু কতটা আয় হয়েছে তা প্রকাশ করেনি। খেলা হয়েছে চার দিন হলো। কিন্তু এখনো নাকি হিসাব মেলাতে পারেনি বাফুফে। অনেক দেনা-পাওনা রয়েছে, সব হিসাব শেষ হলে জানা যাবে কত টাকা আয় হয়েছে।
তবে বাফুফের একজন শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেকোনো আয়ের চেয়ে এবার দ্বিগুণ লাভ হয়েছে। বাফুফে এখন ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্ট নিয়ে কাজ শুরু করেছে। এ মাসেই শুরু হচ্ছে নারী ফুটবল টুর্নামেন্ট আজারবাইজান, বাংলাদেশ ও মালয়েশিয়া খেলবে টুর্নামেন্টে।
আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া, ২৯ নভেম্বর মালয়েশিয়া-আজারবাইজান, ২ ডিসেম্বর শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ-আজারবাইজান। সব খেলা সন্ধ্যা ৬টায়।
এই টুর্নামেন্টে গ্যালারির টিকিট ১০০ টাকা করা হয়েছে, যা বিক্রি হবে আগামী রোববার থেকে। আর খেলার দিন স্টেডিয়াম কাউন্টারেও টিকিট পাওয়া যাবে। বুথ থাকবে। বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জনের পর প্রথমবার ঢাকায় স্টেডিয়ামে খেলতে নামবে।
বর্তমানে নারী ফুটবল দল চট্টগ্রামে কোরিয়ান প্রতিষ্ঠানের এলাকায় অনুশীলন করছে। আগামীকাল অনুশীলনরত নারী ফুটবল দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। দুই দিন ছুটি কাটিয়ে আবার অনুশীলনে ফিরবেন। ডিসেম্বরে নারী ফুটবল লিগ হওয়ার কথা রয়েছে।