× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন অ্যাসিস্টের সঙ্গে এক গোল, মেসি-জাদুতে ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক।

২৪ নভেম্বর ২০২৫, ১৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

আবারও মাঠে ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে ইস্টার্ন কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। সোমবার (২৪ নভেম্বর) সেমিফাইনালে সিনসিনাটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। ম্যাচে তিনটি অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছেন মেসি।

পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন মেসি। ম্যাচের ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মেসির দল। ম্যাচের ৫৭ মিনিটে মেসির অ্যাসিট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। এরপর ৬২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে মায়ামির বড় জয় নিশ্চিত করেন আলেন্দে। এই দুই গোলেও অ্যাসিস্ট করেন মেসি।

এই জয়ে আগামী শনিবারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে মায়ামি। যেখানে মেসিদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি, যারা ফিলাডেলফিয়া ইউনিয়নকে ১–০ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জিতলে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠবে মায়ামি।

ম্যাচ শেষে  মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘কঠিন মাঠে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দল যেভাবে খেলেছে আমি গর্বিত। খেলোয়াড়রা তাদের সক্ষমতা দেখিয়েছে।’

এছাড়া মেসিকে প্রশংসায় ভাসিয়ে মায়ামি কোচ বলেন, ‘শুধু লিওকে (মেসি) নয়, এই পুরো দলকে কোচিং করাটাই আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমরা জানি মেসি কী করতে পারে—সে তো প্রতি সপ্তাহেই তা দেখিয়ে দেয়। আজও সে বল ছাড়া দারুণ পরিশ্রম করেছে, আর বল পায়ে সে কী করতে পারে, সেটা তো আগেই প্রমাণিত।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.