× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপ্পের, শীর্ষে সালাহ

স্পোর্টস ডেস্ক।

২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

ছবি: সংগৃহীত।

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে আবারও নিজের ক্লাস দেখালেন কিলিয়ান এমবাপ্পে। অলিম্পিয়াকোসের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ফরাসি সুপারস্টার। পরে আরো একটি গোল করে দলের ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না রিয়ালের।

ভুল পাস থেকে বল হারিয়ে ১-০ গোলে পিছিয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। তবে ২২তম মিনিটে এক-টু-ওয়ানে বল পেয়ে নিখুঁত শটে স্কোর সমতা আনেন এমবাপ্পে। মুহূর্ত পরই আর্দা গুলেরের দারুণ ক্রস থেকে মাথা ছুঁইয়ে দ্বিতীয় গোল তুলে নেন তিনি। এরপর এদুয়ার্দু কামাভিঙ্গার লম্বা পাস ধরে ঠাণ্ডা মাথায় ফিনিশ করে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এমবাপ্পের হ্যাটট্রিক হতে সময় লেগেছে ছয় মিনিট ৪২ সেকেন্ড, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকটি লিভারপুলের মোহাম্মদ সালাহর, ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে বদলি নেমে ছয় মিনিট ১২ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন এই মিশরীয়।

দ্বিতীয়ার্ধেও থামেননি এমবাপ্পে। ৫৯তম মিনিটে তার শক্তিশালী শট জালে জড়ালে ব্যবধান আরো বাড়ে।

অলিম্পিয়াকোস ম্যাচে ফিরে আরো দুই গোল করলেও শেষ পর্যন্ত রিয়ালের জয় আটকাতে পারেনি।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘জেতাটা খুব জরুরি ছিল। তিন ম্যাচ না জেতা আমাদের মতো ক্লাবের জন্য অনেক। সতীর্থরা অসাধারণ পাস দিয়েছে। গোল করা সবসময়ই আনন্দের।

এই মৌসুমে এটি এমবাপ্পের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিক।সেপ্টেম্বরে কাইরাত আলমাটির বিপক্ষেও তিন গোল করেছিলেন তিনি। এখন পর্যন্ত মোট পাঁচ হ্যাটট্রিক নিয়ে তিনি ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে চতুর্থ স্থানে। তার উপরে আছেন শুধু মেসি, রোনালদো ও লেভানদোস্কি।

মাদ্রিদের হয়ে আগের তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপ্পে, এবং মাদ্রিদও ওই সময় কোনো জয় পায়নি—অলিম্পিয়াকোসের বিপক্ষে এই মহাকাব্যিক রাত তাই আরো বিশেষ হয়ে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.