সংবাদের খোঁজে সারাবছর নিউজের মাঠে দৌড়ানো সাংবাদিকরাই এবার নামছেন ক্রিকেটের মাঠে। মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ (এমজেসিএল) ২০২৫-কে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভিক্টোরি ফাইটার্স।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল আলোচিত টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ভিক্টোরি ফাইটার্সের নেতৃত্বে থাকছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ-এর হেড অব ডিজিটাল আফতাব শুভ,সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন দ্য নিউজ ডিজিটাল-এর ইনচার্জ দেব রয় দিপ্ত।
দলে আরও রয়েছেন- জয় খ্রিষ্টফার বিশ্বাস, পার্থ, তাসকিন আহমেদ, মিজানুর রহমান, সুমন, রশিদ খান, ইমরান, সাহেদ, আল আমিন, ইমন, পাবেল, নূর, মুনতাসির ও জুবায়ের। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
ভিক্টোরি ফাইটার্সের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত চাইনিজ ইলেকট্রনিক্স ব্র্যান্ড চেংহুং এসি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের স্বনামধন্য গণমাধ্যম দ্য নিউজ। এছাড়া কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মো. বিল্লাল ফারদিন।
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২০ ডিসেম্বর। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম।
ডিআরএফ এর আয়োজনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের এই ব্যতিক্রমী ক্রিকেট আয়োজন ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।