× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার বর্ষসেরার দৌড়ে যায়গা হয়নি রোনালদোর

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২২, ১৪:৪১ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় সর্বোচ্চ (১৮টি) গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। তা সত্ত্বেও বর্ষসেরার তালিকায় নেই পর্তুগিজ মহাতারকার নাম।

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই গেল বছর সেপ্টেম্বরে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছিলেন রোনালদো। এপ্রিল মাসে লিগে পাঁচ গোল করে ফের একই পুরস্কার জেতেন তিনি। এই মৌসুমে তার থেকে বেশি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার আর কেউ জেতেননি।

প্রিমিয়ার লিগের সর্বকালীন ইতিহাসেও রোনালদো (ছয়) থেকে শুধু সার্জিও আগুয়েরো এবং হ্যারি কেইন (দুজনই সাতবার) বেশিবার এ পুরস্কার জিতেছেন। তা সত্ত্বেও প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে রোনালদো বাদ দিয়ে আট তারকার নাম ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মে) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের ঘোষিত বর্ষসেরার দৌড়ে থাকা আট ফুটবলার হলেন- মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইনা, জাও ক্যান্সেলো, জেরাড বোয়েন, সন হিউং-মিন ও জেমস ওয়ার্ড-প্রয়েস। 

লিগের ২০ দলের অধিনায়ক, কয়েকজন বিশেষজ্ঞের প্যানেল এবং সমর্থকদের মিলিত ভোটে বিজয়ী ঘোষণা করা হবে। সমর্থকরা ১৬ মে পর্যন্ত নিজেদের পছন্দের খেলোয়াড়ের জন্য ভোট দিতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.