× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইপিএল শেষ কামিন্সের

১৪ মে ২০২২, ০০:২৭ এএম । আপডেটঃ ১৪ মে ২০২২, ০২:১৬ এএম

হিপ ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেইসার প্যাট কামিন্স। শুক্রবার দেশে ফিরে গিয়েছেন অজি এই তারকা ক্রিকেটার।

দেশে ফেরার পরপরই ইনজুরি কাটিয়ে ফিরতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন কামিন্স, তবে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, খুব একটা গুরুতর নয় তার ইনজুরি।

আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই কামিন্স সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের চলতি আসরে পাঁচটি ম্যাচ খেলেছেন তারকা এই পেইসার। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতেও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে ডানহাতি ব্যাটারকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতক বাগিয়ে নেয়া ক্রিকেটার হিসেবে।

দল ইতোমধ্যেই প্লে অফ থেকে ছিটকে পড়েছে। সে কারণে নিজের ইনজুরির দিকে নজর দিতে দেশে ফিরে গেছেন তারকা এই পেইসার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.