× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্মার্টফোনের দ্রুত চার্জ দেওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০২২, ১০:১১ এএম

ফাইল ছবি

অনেকেরই অভিযোগ, তাদের স্মার্টফোন নিয়ে ধীর গতিতে চার্জ হয়। ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জে দিয়ে রাখতে হয়। ব্যাটারি ঠিক থাকার পরও যদি চার্জে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে তবে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা রয়েছে। কিছু কিছু ভুলের কারণে ফোন ধীরে চার্জ হয়। এসব ভুল এড়ানো গেলেই স্মার্টফোন দ্রুত চার্জ দেওয়া সম্ভব। তবে জেনে নিই দ্রত ফোন চার্জের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো।  

বন্ধ রাখুন ওয়াই-ফাই, ব্লুটুথ

ফোন চার্জিংয়ের সময় ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পটের মতো ব্যাটারি নষ্ট করে এমন সব ফিচার বন্ধ রাখুন। এই উপায়ে দ্রুত চার্জ করতে পারবেন স্মার্টফোন।

ওয়াল চার্জার ব্যবহার

ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জিংয়ে খুব বেশি গতি পাওয়া যায় না। এই কারণে ওয়াল চার্জার ব্যবহার করে ফোন চার্জ করুন।

অরিজিনাল ক্যাবল ব্যবহার করুন

অরিজিন্যাল ক্যাবেলের মাধ্যমে ফোন চার্জ করার চেষ্টা করুন। বাজার থেকে কেনা কম দামের কেবেলে চার্জিং স্পিড অনেকটা কমে যায়।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ

চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো বন্ধ রাখুন। এই অ্যাপ অনেকটা ব্যাটারি নষ্ট করে। তাই বন্ধ রাখলে দ্রুত চার্জ হবে স্মার্টফোন।

এয়ারপ্লেন মোড

দ্রুত ফোন চার্জিংয়ের জন্য এয়ারপ্লেন মোড চালু করুন। এর ফলে আপনার ফোন অনেকটা দ্রুত চার্জ হবে।

চার্জিং সাইকেল

প্রত্যেক ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে। তাই প্রত্যেকবার চার্জের পরে আয়ু কিছুটা কমে যায়।

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার নয়

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না। চার্জিংয়ের সময় ফোনে কথা বলা অথবা গেমস খেলা এড়িয়ে চলুন। একদিনে যেমন ফোনের স্বাস্থ্য ভালো থাকবে অন্যদিকে দ্রুত চার্জ হবে ব্যাটারি। এসব নিয়ম মানলে অল্প সময়েই আপনার সাধের ফোনটি চার্জ হবে।

সারারাত চার্জ দেওয়া থেকে বিরত থাকুন

সারারাত ফোন চার্জ করবেন না। এতে ব্যাটারির বিশাল ক্ষতি হয়। চেষ্টা করুন ৮০ শতাংশ চার্জ হলে চার্জার ডিসকানেক্ট করতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.