× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাওমির স্মার্টফোনে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০২২, ১০:১৫ এএম

সংগৃহীত ছবি

নির্দিষ্ট কয়েকটি মডেলের স্মার্টফোন ক্রয়ে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে জনপ্রিয় স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান শাওমি । ব্র্যান্ডটির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাংলাদেশের  গ্রাহকরা ১২ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় পাবেন।

‘ক্যাশব্যাকের খুশিতে, ফূর্তি শাওমিতে’ স্লোগানে শুরু করা ক্যাম্পেইনটিতে ক্রেতারা শাওমি ১২ প্রো কেনার ক্ষেত্রে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। মডেলটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ১০ হাজার টাকা মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ৮৯,৯৯৯ টাকায়, আর ১২+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ১২ হাজার টাকা ছাড়ে ৯৭,৯৯৯ টাকায়। ক্যাম্পেইনে শাওমি ফ্যানরা ৫ হাজার টাকা ছাড়ে শাওমি ইলেভেন-টি ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনতে পারছেন ৪৮,৯৯৯ টাকায়। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন রেডমি নোট ১০ প্রো কেনা যাবে ১ হাজার টাকা কমে ২৮,৯৯৯ টাকায়। পাশাপাশি রেডমি নোট ১১এস ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১ হাজার টাকা মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ২৮,৯৯৯ টাকায়, ৬+১২৮ জিবি ২৬,৯৯৯ টাকায়। এ ছাড়া পোকো সি৩১ মডেলের দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা করে ক্যাশব্যাক। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে স্মার্টফোন কিনতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.