× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘পেইড ফিচার’ আনতে চায় মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩ এএম

সামাজিক মাধ্যম মেটা নতুন ‘পেইড ফিচার’ প্রচলনের পরিকল্পনা করেছে ফেইসবুক-ইনস্টাগ্রামের। বিজ্ঞাপন ব্যবসায় ধাক্কা লাগার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর মূল কোম্পানি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘পেইড ফিচার’ নির্মাণের জন্য নতুন একটি বিভাগও গঠন করেছে মেটা। ‘নিউ মনিটাইজেশন এক্সপেরিয়েন্স’ বিভাগের নেতৃত্ব দেবেন মেটার গবেষণা প্রধান প্রাতিতি রায়চৌধুরী।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের বিজ্ঞাপনী নীতিমালায় পরিবর্তন আনায় বড় ধাক্কা লেগেছিল মেটার বিজ্ঞাপনী আয়ে। অন্যদিকে সার্বিক প্রযুক্তি খাতেই বিজ্ঞাপনদাতারা খরচের হার কমিয়ে এনেছেন বলেও জানিয়েছে ভার্জ।

মেটার নতুন বিভাগটির দেখভালের দায়িত্বে আছেন কোম্পানির অর্থায়নবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান। ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার কোম্পানি এখনও বিজ্ঞাপনী ব্যবসার প্রসারণে প্রতিজ্ঞাবদ্ধ। তবে, নিজস্ব প্ল্যাটফর্মে নির্দিষ্ট ফি-এর বদলে সাধারণ ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়ানোর সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা এখনও নেই তাদের।

সামাজিক যোগাযোগের মাধ্যম কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে কেবল মেটাই সরাসরি সেবাগ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেনের পরিকল্পনা করছে– এমন নয়। বছরের শুরুতেই ‘পেইড সাবিস্ক্রপশন’ সেবা চালু করেছে হালের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.