× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুগল-মেটায় কর্মী ছাঁটাই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ এএম

ব্যবসা বাড়ছে এখনও, তবে কমে এসেছে সেই বৃদ্ধির হার। খরচ কমানোর লক্ষ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগল।

বাজার বিশ্লেষকরা বলছেন আর্থিক মন্দা মোকাবেলার প্রস্তুতি হিসেবে কোম্পানির সার্বিক খরচ কমানোর চেষ্টা করছে এরা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানির খরচ ১০ শতাংশ কমানোর চেষ্টা করছে মেটা। কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এখনও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা না দিলেও অভ্যন্তরীণ বিভাগগুলো ঢেলে সাজাচ্ছেন এবং পুরনো কর্মীদের কোম্পানির ভিন্ন পদে চাকরির আবেদন করতে বলেছেন।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এ বছরের ৩০ জুন পর্যন্ত ৮৩ হাজার ৫৫৩জন কর্মী ছিল ফেইসবুকে। অন্যদিকে, গুগলও নির্দিষ্ট কিছু কর্মীকে অন্য বিভাগের পদের জন্য আবেদন করতে বলেছে বলে জানিয়েছে সাইটটি।

কর্মীছাঁটাই প্রসঙ্গে গুগল ও অ্যালফাবেটের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি সিনেট। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদককে এক গুগল মুখপাত্র বলেছেন, যেসব কর্মীকে নির্দিষ্ট সময়ে মধ্যে নতুন চাকরি খুঁজতে বলা হয়েছে তাদের মধ্যে ৯৫ শতাংশ কোম্পানির ভেতরেই নতুন কাজ খুঁজে পেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.