× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচল হয়েছে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ অক্টোবর ২০২২, ০৬:২০ এএম

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বেশ কিছু সময় ডাউন থাকার পর সচল হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে হঠাৎই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে বিড়ম্বনায় পড়েন। এসময় মেসেজ আদান-প্রদান করা যাচ্ছিল না।  দুপুর ২টার পর সচল হতে থাকে প্ল্যাটফর্মটি।

হোয়াটসঅ্যাপ ডাউনের বিষয়টি নিশ্চিত করেছিল ডাউনডিটেক্টর নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ার ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। বিষয়টি মেটার নজরে এলো সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়। 

ডাউনডিটেক্টর জানিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবেও এই বিভ্রাট দেখা দিয়েছিল।

যদিও হোয়াটসঅ্যাপে বিভ্রাটের বিষয়টি নিয়ে অনুষ্ঠানিভাবে কিছুই জানায়নি মেটা। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.