× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলালিংক সদস্যরা বাবুল্যান্ডের টিকিটে ছাড় উপভোগ করতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ মার্চ ২০২৩, ০১:৪৫ এএম

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বাবুল্যান্ড লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাবুল্যান্ড লিমিটেড-এর ইনডোর প্লেগ্রাউন্ডের টিকিটের উপর মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও বাবুল্যান্ড লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার মো. এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, বাবুল্যান্ড লিমিটেড-এর ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মুজাফফর হোসাইন, বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা ও বাবুল্যান্ড লিমিটেড-এর বিজনেজ ডেভেলপমেন্ট ম্যানেজার বিল্লাল হোসেন। 

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাবুল্যান্ড লিমিটেডের টিকিটে ২২% ছাড় পাবেন। অফারটি পেতে তাদেরকে "BLBLAND" টাইপ করে 2012-এ এসএমএস পাঠাতে হবে। অফারটি ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রযোজ্য থাকবে। 

বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, "গ্রাহকদের আস্থা আমাদের প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। বাবুল্যান্ড লিমিটেড-এর সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন আকর্ষণীয় ছাড়ে বাবুল্যান্ড লিমিটেডের টিকিট কেনার সুযোগ পাচ্ছেন।" 

বাবুল্যান্ড লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার মো. এনামুল হক বলেন, “বাংলালিংক-এর সাথে আমাদের প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই চুক্তি বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য সুবিধাজনক হবে। তারা বাবুল্যান্ড লিমিটেড-এ আকর্ষণীয় ছাড়ে টিকিট কিনে তাদের সন্তানদের সাথে অসাধারণ কিছু সময় উপভোগ করতে পারবেন।”  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.