× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইক্রোটিকের সব সার্টিফিকেট অর্জন করলেন বাংলাদেশি তরুণ তিতাস সরকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ মার্চ ২০২৩, ০৪:৫৯ এএম

নেটওয়ার্কিং ও সিকিউরিটি' জগতের বিশ্ব বাজারে সু-পরিচিত একটি নাম মাইক্রোটিক। নেটওয়ার্কিং, সুইচিং ও রাউটার বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে নিজ খরচে প্রশিক্ষন ও নানান পরীক্ষায় অংশগ্রহণ করে অবশেষে মাইক্রোটিকের মোট ১০টি ভেন্ডর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন বাংলাদেশি তরুণ তিতাস সরকার। 

তিনি সম্প্রতি ইন্ডিয়াতে মাইক্রোটিক সুইচিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে তিতাস সরকার সবশেষ পরীক্ষাটিতে সরারসি অংশগ্রহণ করেন এবং পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হন। এর আগে তিনি বাকি ৯টি মাইক্রোটিক রাউটারের ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন। এই নিয়ে মাইক্রোটিকের সর্বমোট ১০টি সনদ অর্জন করেন। 

মাইক্রোটিক ১০টি ভেন্ডর পরীক্ষাগুলো হচ্ছে:  মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার-নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড আইপিভি ভার্সন-৬ ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড সুইচিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড এন্টারপ্রাইস ওয়্যারলেস ইঞ্জিনিয়ার ।

এর আগে তিনি থাইল্যান্ডে মাইক্রোটিক এর ট্রেইন দ্যা ট্রেইনার পরীক্ষায় অংশগ্রহন করে মাইক্রোটিক এর সার্টিফাইড ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন । তিতাস সরকার একমাত্র বাংলাদেশি যে মাইক্রোটিকের সবগুলো ভেন্ডর পরীক্ষা যেকোন দেশে গিয়ে নিতে পারবেন। তিনি ইতিমধ্যে ইন্ডিয়া ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন । 

আগ্রহীরা মাইক্রোটিক এর ওয়েবসাইটে ট্রেনিং সেকশনে গিয়ে কোন দেশে কি কি ট্রেনিং হচ্ছে তা দেখে নিতে পারেন। 

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকেন । কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে । আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। 

এছাড়া তিনি 'মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি' নামে একটি বইও লিখেছেন, বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.