× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফট ৩৬৫-এ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ মার্চ ২০২৩, ০৫:২৪ এএম

বিশ্বের সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি’র মূল প্রযুক্তি এবার যোগ হচ্ছে বহুল ব্যবহৃত সফটওয়্যার মাইক্রোসফট ৩৬৫-এ। এই ব্যবস্থাকে ‘কোপাইলট’ নামে ডাকছে মাইক্রোসফট। তারা আরও বলছে, এটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুকেও যুক্ত হয়েছে।

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা বলেন, এটি ‘মৌলিকভাবেই আমাদের কাজ করার ধরন বদলে দেবে।’ কোপাইলট কখনও কখনও ভুলও করতে পারে, কোম্পানির এই স্বীকারোক্তির কথাও উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

কোপাইলটে বিদ্যমান ফাংশনগুলোর মধ্যে রয়েছে:

মিটিং সফটওয়্যার টিমস-এ আয়োজিত কথোপকথনের মূল আলোচনার পয়েন্টগুলো সংক্ষিপ্ত করা। আর দেরিতে যোগ দেওয়া বা পুরো ইভেন্ট মিস করা ব্যক্তির জন্য এর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি দেওয়া।

প্রম্পটের মাধ্যমে ছবি তৈরির সুবিধা’সহ পাওয়ারপয়েন্ট প্রজেন্টেশন তৈরি।

ইমেইল ড্রাফটিং।

তুলনামূলক দীর্ঘ ইমেইল বার্তা ও ডকুমেন্ট বিশ্লেষণ করা।

এক্সেল স্প্রেডশিটে বিভিন্ন সারাংশ ও ডেটার গ্রাফ তৈরি।

বিভিন্ন প্রশ্নে তুলনামূলক জটিল বা বিমূর্ত প্রশ্নেও মানুষের মতো প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতার কারণে গোটা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে চ্যাটজিপিটি।

তবে, মাঝে মাঝে এর কিছু কিছু জবাব ভুল হয় বা পুরোপুরি কাল্পনিক কোন জবাব দেখায় চ্যাটবটটি।

‘অফিস৩৬৫’-তে মাইক্রোসফটের বসানো এই প্রযুক্তি কেবল চ্যাটজিপিটি নয়, বরং এর ল্যাংগুয়েজ-লার্নিং মডেলের ওপর ভিত্তি করে তৈরি।

সংস্থাটি স্বীকার করেছে, কপিলটও কখনও কখনও ‘ব্যবহারযোগ্যভাবে ভুল’ হতে পারে।

মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, “আমরা সকলেই নিজেদের ২০ শতাংশ কাজের ওপর নির্ভর করতে চাই যা সত্যিই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ৮০ শতাংশ সময় এমন কাজে খরচ হয়, যা আমাদের হতাশ করে। কপিলট সেই বোঝা হালকা করে।” 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.