ছবিঃ সংগৃহীত।
গ্যালাক্সি এস২৫ সিরিজে অত্যাধুনিক এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনগুলোয় ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। যারা নিত্যনতুন স্মার্ট ফোনের মডেল খুঁজতে আগ্রহী গতাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর। আর সেই সুখবরটি দিচ্ছে স্মার্ট ফোন জগতের অন্যতম স্যামসাং গ্যালক্সি। নতুন এই সেটটি গ্যালাক্সি এস২৫ সিরিজের।
স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের পণ্য, বিপণন ও যোগাযোগপ্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোন শিগগিরই দেশের সকল স্যামসাং শো-রুমে পাওয়া যাবে। নতুন সিরিজের স্মার্টফোন সত্যিকারের এআই সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। আর তাই এসব স্মার্টফোনকে বলা হচ্ছে স্মার্ট কম্প্যানিয়ন।
স্যামসাংপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আসতে যাচ্ছে দেশে। গত বুধবার যুক্তরাষ্ট্রে সান জোসেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের আওতায় গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলে স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। বিশ্ববাজারে উন্মোচনের এক দিনের মধ্যেই গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এস২৫ সিরিজের গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলের স্মার্টফোন প্রদর্শনের পাশাপাশি উল্লেখযোগ্য দিক তুলে ধরেছে স্যামসাং ইলেকট্রনিকস।
স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিজনেস বিভাগের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ শাহরিয়ার বলেন, গ্যালাক্সি এস২৫ সিরিজে অত্যাধুনিক এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনগুলোয় ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্যালাক্সি এস২৫ সিরিজের আওতায় গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলের তিনটি স্মার্টফোন রয়েছে। প্রতিটি মডেলের স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রæত করা যায়। কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স পর্দার স্মার্টফোনগুলোর রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি উচ্চ গ্রাফিকসের গেম খেলা সম্ভব। ১ টেরাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনগুলোয় পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকা চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।
স্যামসাং এস২৫ সিরিজের স্মার্টফোনে অডিও ইরেজার নামের নতুন এআই টুলটি যুক্ত করা হয়েছে, যা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে অবাঞ্ছিত শব্দ দূর করা যাবে। আরেকটি আলোচিত ফিচার হচ্ছে ‘ওয়ান ইউআই ৭’। এ সুবিধা কাজে লাগিয়ে এআই সহকারীর মাধ্যমে বিভিন্ন কাজ করানো যাবে। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৫ এর দাম নির্ধারণ করা না হলেও ২৯ জানুয়ারি থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে।
বিষয় : গ্যালাক্সি এস২৫
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh